চাঁদপুরের শাহরাস্তিতে জামায়াতের বিজয় র্যালী জনসমুদ্রে পরিনত
চাঁদপুরের শাহরাস্তিতে মাওলানা আবুল হোসাইনের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালি
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় মাওলানা আবুল হোসাইনের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য ও বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি শাহরাস্তি কালিবাড়ি মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিয়াপাড়া এলাকায় এসে শেষ হয়।
বিজয় দিবসের এই র্যালিতে দলীয় কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের ঢল নামে। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেন। পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিজয়োল্লাসে মুখরিত হয়ে ওঠে।
র্যালি শেষে সমাবেশে থানা আমীর মোস্তফা কামাল বিজয়ের গুরুত্ব ও তার লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন,
বিজয়ের মূল দাবি হলো একটি মানবিক দেশ প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে এবং সকল মানুষ ন্যায়বিচার পাবে।
তিনি দেশকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করার ওপর জোর দেন।
তিনি আরো মন্তব্য করেন যে, ইসলামের বিজয়ই হবে পরিপূর্ণ বিজয় এবং এর মাধ্যমেই মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ও বিজয়ের সার্থকতা আসবে।
তিনি তার বক্তব্যের মাধ্যমে মহান বিজয়ের আদর্শকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও আধিপত্যবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত করার আহ্বান জানান। তার মতে, ইসলামের আদর্শ প্রতিষ্ঠা হলেই এদেশের মানুষ সত্যিকারের মুক্তি ও বিজয়ের পূর্ণাঙ্গ স্বাদ উপভোগ করতে পারবে।
এই বিজয় র্যালিটি শাহরাস্তিতে মহান বিজয় দিবস উদযাপনে একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে এবং মাওলানা আবুল হোসাইনের নির্বাচনী রাজনৈতিক বার্তাটি বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিয়েছে।
র্যালীতে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম,নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম,সেক্রেটারী মাওলানা আলমগীর হোসাইন,জামায়াতের উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল,সেক্রেটারী মাওলানা মাঈন উদ্দিন,পৌর ও উপজেলা শূরা ও কর্মপরিষদ সকল সদস্যবৃন্দসহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা।