চাঁদপুর -৫ জামায়াতের প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইনের মনোনয়নপত্র সংগ্রহ
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা জামায়াত, পৌর জামায়াত এবং দুই উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-৫ আসন কমিটির পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রধানীয়া,শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, শাহরাস্তি পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ উপজেলা আমীর মোঃ কলিম উল্লাহ এবং হাজীগঞ্জ পৌর আমীর মাওলানা আবুল হাসনাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে অধ্যাপক মাওলানা আবুল হোসাইন সাংবাদিকদের বলেন, জনগণের আস্থা নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ গড়ে তোলা তাঁর অগ্রাধিকার। তিনি দাবি করেন, এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং জনগণের অধিকার আদায়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, আচরণবিধি মেনে স্বচ্ছতার সঙ্গে মনোনয়নপত্র বিতরণ চলছে এবং প্রতিটি প্রার্থীকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।
নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন দাখিল, যাচাই এবং প্রত্যাহারের সব ধাপ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।