তারা বুদ্ধিজীবিদেরকে হত্যা করে দেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল- অধ্যাপক মাওলানা আবুল হোসাইন
মোঃ সাইফুদ্দীন:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হাজীগঞ্জ জামায়াতের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং চাঁদপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যদিও ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, তবে তাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল দীর্ঘ নয় মাস ধরে। তারা ভেবেছিল বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করা যাবে। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি।”
তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও নৈতিক নেতৃত্বের পথে অনুপ্রাণিত করবে।
আলোচনা সভায় হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার আমির, নায়েবে আমিরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।