শাহরাস্তিতে আল-মানার ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন, নৈতিক শিক্ষায় নতুন দিগন্তের সূচনা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া উত্তর বাজারে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ‘আল-মানার ইসলামিক ইনস্টিটিউট’-এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এক আনন্দঘন পরিবেশে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশরাফ খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হলো তরুণ প্রজন্মকে সঠিক নৈতিকতা ও উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলা। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও নৈতিক বোধ জাগিয়ে তোলা। ইসলামের সঠিক জ্ঞানই মানুষকে শান্তির পথ দেখায়। আল-মানার ইসলামিক ইনস্টিটিউট আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বেরনাইয়া শাহ শরীফ জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ কাজী কামাল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-মানার ইসলামিক ইনস্টিটিউটের চেয়ারম্যান আবদুল কাদের নোমান। তিনি জানান, প্রতিষ্ঠানটিতে ১১ জন দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা হবে। এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলামের পাশাপাশি ক্যামব্রিজ কাস্টমাইজড ইংরেজি ভার্সন, ‘এরাবিক ফর অল’ সিরিজ এবং নুরানী ও আলিয়া বিভাগের সমন্বয়ে পাঠদান করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে মাল্টিমিডিয়া ক্লাস, ডিজিটাল বোর্ড এবং আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সিস্টেমের মতো আধুনিক সুবিধা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।