শাহরাস্তিতে একই কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে আরেক কলেজ শিক্ষকের অপমান ও হুমকির অভিযোগ
ডেস্ক রিপোর্ট :
চাঁদপুরের শাহরাস্তিতে চিতোষী ডিগ্রি কলেজে একই প্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে অপর এক কলেজ শিক্ষককে প্রকাশ্যে অপমান ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ভূপতি রঞ্জন দাস লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ২০২৬ ইং সোমবার সকাল আনুমানিক ১১টা ২৫ মিনিটে কলেজের এইচএসসি (বিএমটি) শাখায় কর্মরত অবস্থায় একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবু হাসান তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন। এ সময় কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী শিক্ষক জানান, শিক্ষার্থীদের সামনে এ ধরনের আচরণে শিক্ষকতার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন।
এ ঘটনায় তিনি কলেজ গভর্নিং বডির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।