আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২রা মাঘ, ১৪৩২ ● ১৫ই জানুয়ারি, ২০২৬ ● ২৬শে রজব, ১৪৪৭ ● সকাল ১০:১৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৪ শিক্ষককে জরিমানা, একজনকে সতর্ক

চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার শিক্ষককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অপর এক শিক্ষককে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন— দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই স্কুলের শিক্ষক ও পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম এবং করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী। প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া রাগৈ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিনকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর-৫ আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মাঠে ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। সবাই আইন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন—এটাই প্রত্যাশা।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন