আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২রা মাঘ, ১৪৩২ ● ১৫ই জানুয়ারি, ২০২৬ ● ২৬শে রজব, ১৪৪৭ ● সকাল ১০:১৫
সর্বশেষঃ

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আরিফ হোসাইনের নেতৃত্বে থানার একটি চৌকস টিম মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের পাড়ানগর (মিজি বাড়ি) এলাকায় রাস্তার উপর থেকে মো. আব্দুল কাদের (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিতা মৃত মমিনুল হক, মাতা সুফিয়া বেগম। তিনি পাড়ানগর (মিজি বাড়ি), ৭নং ওয়ার্ড, সূচীপাড়া উত্তর ইউপি, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরের বাসিন্দা।

পুলিশ তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-০২, জিআর নং-০২, তারিখ- ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন