আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২রা মাঘ, ১৪৩২ ● ১৫ই জানুয়ারি, ২০২৬ ● ২৬শে রজব, ১৪৪৭ ● সকাল ১০:১৪
সর্বশেষঃ

শাহরাস্তিতে ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী নং–৩৯৯ এর প্রেক্ষিতে মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মিঠুন দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কালীর বাজার এলাকায় অবস্থান করছিলেন।

এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ১০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের সময় জানা যায় যে, শাহরাস্তি থানাধীন ঠাকুর বাজারস্থ মান্নান সাহেবের স-মিল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে জয়নাল আবেদীন সাগর (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামি জয়নাল আবেদীন সাগর (২২), পিতা– মনছুর আলী, সাং– নিজমেহার মিজি বাড়ী, থানা– শাহরাস্তি, জেলা– চাঁদপুর।

এ ঘটনায় মোট একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন