শাহরাস্তিতে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর নাম ওমর ফারুক রাসেল (২৯)। তিনি মৃত মোস্তাক আহমেদের ছেলে এবং পারুল বেগমের সন্তান। তার বাড়ি শাহরাস্তি উপজেলার শোরশাক (রাউতির বাড়ী) এলাকায়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) আতোয়ার রহমান, এএসআই সাদ্দাম হোসেন, এএসআই ফারুক আহাম্মদসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গঠিত একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ১০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সন্ধ্যা আনুমানিক ০৬.১৫ ঘটিকার সময় শাহরাস্তি পৌরসভার ০৯নং ওয়ার্ডের নিজ মেহার এলাকার ছিকুটিয়া/মুহুরী বাড়িস্থ তোফাজ্জলের নির্মাণাধীন ভবনের সামনে উঠান থেকে অভিযুক্ত ওমর ফারুক রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিজ হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে শাহরাস্তি থানা সূত্রে জানানো হয়েছে।