চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দেবকরা বাজারে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মো. আরিফুল ইসলাম নামে এক যুবকের ওপর গণপিটুনির অভিযোগ উঠেছে।

ঘটনার সময় তার মোবাইল ফোন ও ব্যক্তিগত সামগ্রী ভাঙচুর করার অভিযোগও রয়েছে। আহত আরিফুলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ৯ জানুয়ারী, শুক্রবার রাত প্রায় ৮টা ৪০ মিনিটে দেবকরা বাজারস্থ অলি উল্যাহর দোকানের সামনে প্রতিদিনের মতো কথা-বার্তার এক পর্যায়ে অলি উল্যাহ আরিফুলের কথাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে তাকে অশালীন ভাষায় গালমন্দ করেন। এতে আরিফুল আপত্তি জানালে মুহূর্তেই মাসুদ কবিরের নেতৃত্বে দুলাল হোসেন, ওসমানসহ আরও ১৫-২০ জন এগিয়ে এসে আরিফুলকে এলোপাতাড়ি কিলঘুষি, লাথি ও টর্চ লাইট দিয়ে আঘাত করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা পর্যন্ত চালায়।

হামলায় আরিফুলের মাথা, ঘাড়, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় তার ব্যবহৃত স্মার্টফোন ও সানগ্লাস ভেঙে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এর পরদিন ভুক্তভোগী শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

থানায় অভিযোগটি গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।