শাহরাস্তি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সাইফুদ্দীন:
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় অবস্থিত শাহরাস্তি মডেল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর রবিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অভিভাবক সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ (বিএসসি)। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
ডে শিফট ইনচার্জ জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলার ক্ষেত্রে অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অভিভাবক সদস্য হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম হৃদয়। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষকবৃন্দের আন্তরিকতার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু দাউদ (বিএসসি) বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। পরে প্রত্যেক শ্রেণির শ্রেণিশিক্ষক নিজ নিজ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ফলাফল কার্ড বিতরণ করেন।