শাহরাস্তি-হাজীগঞ্জে ফেষ্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণে দাঁড়িপাল্লার প্রার্থী – অধ্যাপক মাওলানা আবুল হোসাইন
মোঃ সাইফুদ্দীন:
শাহরাস্তি উপজেলায় বিভিন্ন জায়গায় টানানো ফেষ্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ কর্মসূচি উদ্বোধন করছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ।
নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান সারা বাংলাদেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জামায়াত ইসলামের টানানো সমস্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দেন। তাঁর নির্দেশনার ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর শুক্রবার বেলা ২ টায় শাহরাস্তি উপজেলার কালিবাড়ি থেকে বিলবোর্ড অপসারণ করে শাহরাস্তি-হাজীগঞ্জের কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন কালে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর-৫(শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বলেন, “আমরা দেশের আইন ও নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক এবং নির্বাচনী আচরণবিধি মান্য করে শাহরাস্তি-হাজীগঞ্জ অঞ্চলের সব ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে — ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, এর ফলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।
অধ্যাপক মাওলানা আবুল হোসাইন সকল নেতাকর্মীকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শাহরাস্তি-হাজীগঞ্জ এলাকার সমস্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সবাইকে আইন-শৃঙ্খলা ও কর্তব্যবোধ মেনে চলতে হবে।