হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬ইং) হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দেশজুড়ে তীব্র শীতের কারণে যখন নিম্ন আয়ের ও দুস্থ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, তখন মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শাখা এই উদ্যোগ গ্রহণ করে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল্লাহ ফরিদ। এছাড়া উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা শামছুদ্দিন হেলালী, সাবেক ইউনিয়ন আমির হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইন, ৩নং ওয়ার্ড সেক্রেটারি মো. জসিম উদ্দিন, রাকিব আল হাসানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষগুলো চরম কষ্টের মধ্য দিয়ে দিন কাটায়। তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বক্তারা আরও জানান, এর আগেও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, দুঃস্থদের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক নানা সামাজিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
স্থানীয় এলাকাবাসী জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।